প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রশিক্ষণ শুরু করার নির্দেশ পাওয়ার পর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর প্রশিক্ষণের সময়সূচী নির্ধারণ করবেন। সময়সূচী অনুযায়ী শিক্ষক ডেপুটেশনের জন্য উপজেলা শিক্ষা অফিসারের নিকট চাহিদা দিবেন। উপজেলা শিক্ষা অফিসার বর্ণিত সমূয়সূচী অনুযায়ী শিক্ষক ডেপুটেশন দিবেন। অত:পর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ডেপুটেশনকৃত শিক্ষকদের প্রশিক্ষণ দেবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের জন্য শিখন শিখানো কার্যক্রম সংক্রান্ত যেকোন প্রয়োজনে শিক্ষকগণ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টরের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় সহযোগিতা গ্রহণ করতে পারেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস