উপজেলা/থানা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ন্তণাধীন উপজেলা পর্যায়ের একটি প্রতিষ্ঠান। এটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একটি স্বল্প মেয়াদী প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর এবং সহকারী ইন্সট্রাক্টর সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের জন্য বিদ্যালয় পরিদর্শন করে একাডেমিক ফলাবর্তন দিয়ে থাকে। ১৯৯৮ - ২০০৫ সাল পর্যন্ত আইডিয়াল এবং নোরাড প্রকল্পের আওতায় ৪৮১ উপজেলা এবং থানায় উপজেলা/ থানা রিসোর্স সেন্টার নামে প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়। অত:পর ২০০৫ সালে প্রতিষ্ঠানটি জনবলসহ রাজস্বখাতে স্থানান্তর করা হয়। অত:পর ১৩ জুলাই, ২০২৫ খ্রি. তারিখে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় উপজেলা/থানা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার। বর্তমানে দেশের সকল উপজেলা এবং থানায় উপজেলা/ থানা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার রয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটির জনবল সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল সহকারী শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ণের লক্ষ্যে বিষয়ভিত্তক প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণ উপজেলা/ থানা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার এর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। এছাড়া ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টর প্রতিমাসে যথাক্রমে ০৫টি ও ০৭টি বিদ্যালয় পরিদর্শন করে থাকেন এবং সাবক্লাস্টার প্রশিক্ষণের ম্যানুয়াল প্রণয়ন এবং সাবক্লাস্টার প্রশিক্ষণ পরিদর্শন করা ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টর এর অন্যতম আরেকটি কাজ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস